আরও একদিন পিছিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিসিএলের গ্রুপ পর্বের তৃতীয় বা শেষ রাউন্ড। গতকাল শুরু হওয়ার কথা ছিল বিসিএলের। কিন্তু নারায়ণগঞ্জের উত্তাল পরিস্থিতির জন্য দিন পেছানোর পাশাপাশি পরিবর্তন করা হয়েছে ভেন্যুও। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের খেলা দুটি হবে বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে। তিন নম্বর মাঠে খেলবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন এবং চার নম্বর মাঠে খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।
দেশের দ্বিতীয় প্রথম শ্রেণির টুর্নামেন্টটি শুরু হয় ১২ জানুয়ারি। এরপর শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের জন্য প্রায় দুই মাস বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ আবার শুরু হচ্ছে। ফাইনাল ৯-১৩ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।