শেষ ৩০ মিনিটে তিন গোল! শেষটি আবার নিজের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নগর প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ এক যুগ পর 'অল গ্যালাকটিকো'দের ইউরোপ সেরা ক্লাবে পরিণত হওয়ায় অবদান রাখতে পেরে ভীষণ উচ্ছ্বসিত বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন হয়ে যে ১০ কোটি টাকা বোনাস মানি পেয়েছেন, তা দিয়ে দলের সতীর্থ, ফিজিও, ট্রেনার সবাইকে গাড়ি কিনে দিচ্ছেন।
ফাইনালের আগে বলেছিলেন, বোনাস মানির চেয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তার কাছে অনেক বেশি গুরুত্ববহ করে। ঘনিষ্ঠ এক বন্ধুকে বলেছিলেন যদি চ্যাম্পিয়ন হন, তাহলে বোনাস মানি নিবেন না। চ্যাম্পিয়ন হওয়ায় বোনাস পেয়েছেন ১০ কোটি টাকা। দলের ফিজিওদের সঙ্গে আলাপ করার সময় বিশ্বসেরা ফুটবলার বলেছিলেন, চ্যাম্পিয়ন হলে বোনাসের টাকা দিয়ে সবাইকে গাড়ি কিনে দিবেন। এখন সেটাই করবেন হয়তো বিশ্বসেরা ফুটবলার।