দিয়াগো সিমিওনে। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ। শনিবার তার দলটাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে। কি দুঃসহ এই হারের স্মৃতি। ৯৩ মিনিট পর্যন্তও যে জয়টা খুব কাছে মনে হচ্ছিল, তা পরের মিনিটেই বহুদূরে চলে গেল! সার্জিও রামোস সমতায় এনে খেলাটাকে নিয়ে গিয়েছিলেন অতিরিক্ত মিনিটে। রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতল ৪-১ ব্যবধানে। দুঃসহ এই পরাজয়ের বেদনায় পুরো ভিসেন্ট ক্যালডেরনই অন্ধকারে ঢেকে আছে। তবে শোক ভুলে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিষ্যদের উপদেশ দিয়েছেন দিয়াগে সিমিওনে।
'এই ম্যাচের পর আমাদের এক ফোঁটা অশ্রু ফেলাও উচিত হবে না। অশ্রুর সব ফোঁটা মুছে ফেলতে হবে। যখন আপনি সবকিছু উজাড় করে দিবেন, তার চেয়ে বেশি কিছু চাইবার থাকে না।' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন তিনি। আরও বললেন, 'এখন আমরা বিশ্রামে যাব। নিজেদেরকে প্রস্তুত করব সামনের মৌসুমে বড় দলগুলোকে আরও কঠিন চ্যালেঞ্জ দেওয়ার জন্য।' ১৮ বছর পর লা লিগা জয় করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগটা হলে উচ্ছ্বাসের পরিমাণ হয়ত অনেক বেড়ে যেত।