ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ১৫ জুন। সিরিজকে সামনে রেখে আজ অনুশীলনে নামছেন মুশফিকুর রহিমরা। টাইগার অধিনায়ক যখন মিরপুরে অনুশীলনে নামবেন, তখন ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স স্কোয়াডের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ খেলতে নামছেন নাসির হোসেনরা। নাসিরের নেতৃত্বে বাংলাদেশ 'এ' দল এখন অবস্থান করছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ম্যাচটি উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব মাঠে। সফরে নাসিরবাহিনী দুটি চারদিনের, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে। দ্বিতীয় চারদিনের ম্যাচ ২-৫ জুন কেনসিংটন ওভালে। ৮ জুন প্রথম ওয়ানডে কেনসিংটন ওভালে, ১০ জুন উইনওয়ার্ড ক্রিকেট ক্লাব এবং ১২ জুন তৃতীয় ওয়ানডে চার্লটন ক্রিকেট গ্রাউন্ডে। ১৪ জুন প্রথম টি-২০ কেনসিংটন ওভালে। পরের দিন ১৫ জুন থ্রি ডবি্লউ ওভারে দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজ শেষে নাসিরবাহিনী দেশে রওনা দিবে ১৬ জুন।
বাংলাদেশ 'এ' দল : নাসির হোসেন (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), ইমরুল কায়েশ, শামসুর রহমান শুভ, মুমিনুল হক সৌরভ, মার্শাল আইয়ুব, আবদুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, সোহাগ গাজী, মুক্তার আলী, মোহাম্মদ ইলিয়াস, রবিউল ইসলাম, শুভাশিষ রায় ও তাইজুল ইসলাম।