ব্রাজিল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২ জুনের আগে। ব্রাজিলসহ অনেক দেশই এর মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে। তবে অনেক ফেবারিটই বাকি আছে। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। কোচ ভিসেন্ট দেল বস্ক অবশ্য তাড়াহুড়ো করতে রাজি নন। দল চূড়ান্ত করার আগে তিনি সময় নিতে চান। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অপেক্ষায় ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের অনেক তারকাই আছেন স্প্যানিশ দলে। তাছাড়া বলিভিয়া এবং এল সালভাদরের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে স্পেন। এই ম্যাচের মধ্য দিয়েই চূড়ান্ত দল খুঁজে বের করবেন দেল বস্ক। ৩০ মে বলিভিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে স্প্যানিশরা। এই ম্যাচের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছেন দেল বস্ক। এই দলে আছেন পিকে, আলবা, জাভি, ইনিয়েস্তা, ফ্যাব্রিগাস, বাসকুয়েটস, ডেভিড সিলভা, হুয়ান মাতা, পেদ্রো রদ্রিগেজ, ফার্নান্দো তোরেসরা। দিয়েগো কস্তার জন্যই দেল বস্ক হয়ত চূড়ান্ত দল ঘোষণা করতে দেরি করছেন। কস্তা পূর্ণ ফিট কিনা তা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চান তিনি। দেল বস্ক বলেন, '২ জুনের আগে ফিফার কাছে চূড়ান্ত দলের তালিকা দেওয়ার প্রয়োজন নেই আমাদের। সময়ের আগেই কেন আমরা চূড়ান্ত দল ঘোষণা করব?' কস্তা পূর্ণ ফিট না হলে ভাগ্য খুলে যেতে পারে ডিলোফিউর। তিনি চূড়ান্ত দলে স্থান পেতে পারেন। বলিভিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন এই স্ট্রাইকার। এ ম্যাচে কোচকে সন্তুষ্ট করতে পারলে বিশ্বকাপেও যেতে পারেন তিনি।