মারাত্মক বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে শ্রীলঙ্কা। গতকাল চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৬ রান করে শ্রীলঙ্কা।
জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৬ ওভার ১ বলে মাত্র ৯৯ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।তৃতীয় থেকে টানা তিন ওভারে মাইকেল কারবেরি, ইয়ান বেল (১২) ও গ্যারি ব্যালান্সকে বিদায় করে দলের জন্য ভালো সূচনা এনে দেন কুলাসেকারা। শূন্য রানে লাসিথ মালিঙ্গার শিকারে পরিণত হন জো রুট।
২৯ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে অস্বস্তিতে পড়া ইংল্যান্ড আর খেলায় ফিরতে পারেনি। অধিনায়ক ওয়েন মর্গান করেন সর্বোচ্চ ৪০ রান। দলের বাকি নয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
১৩ রান দিয়ে ৪ উইকেট নেসেনানায়েকে। কুলাসেকারা ৩ উইকেট নেন ১৫ রান দিয়ে।
শ্রীলংকার ইনিংসে তিলকরত্নে দিলশান দলের পক্ষে করেন ৮৮ রান। তার ১০১ বলের ইনিংসে ছিল ৭টি চার। ম্যাচ সেরাও হন তিনি। তিনি কুমার সাঙ্গাকারার (৪০) সঙ্গে ৯৬ রানের চমৎকার একটি জুটি উপহার দেন।
বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।