বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করেছে। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হিথ স্ট্রিককে মাশরাফিদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কামিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
জালাল ইউনুস বলেন,'জিম্বাবুয়ের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিককে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে আমাদের। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।'
প্রসঙ্গত আগামী জুন মাসে ১৫, ১৭ ও ১৯ তারিখে ধোনি বাহিনীর বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা।