২০১৩-১৪ মৌসুমে ইংল্যান্ডের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান ইয়ান বেল। ৩২ বছর বয়সী বেল ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাসেজ সিরিজে তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটি ইংল্যান্ড ৩-০ তে জিতেছিল। বেল এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৯৮টি টেস্ট ও ১৪৬টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলেছেন। এদিকে মেয়েদের বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন চারলট এডওয়ার্ডস। খবর বিবিসির
বর্ষসেরা হওয়ার প্রতিক্রিয়ায় ইয়ান বেল বলেন, এ পুরস্কার প্রাপ্তি প্রকৃত সম্মান। মাত্র কয়েকজন সেরা খেলোয়াড়ই এমন পুরস্কার পেয়েছে। টেস্টে বেলের অভিষেক ঘটে ২০০৪ সালে।
ইংল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন চারলট এডওয়ার্ডস। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক অ্যাসেজ সিরিজ জয়ের ক্ষেত্রে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাই তিনি নারী খেলোয়াড়দের মধ্যে বর্ষসেরার খেতাব পেয়েছেন।
এদিকে, ইংল্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাওয়ার্ড পেয়েছেন দেশটির অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক উয়িল রোডস। রোডস ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তৃতীয় স্থানে নিয়েছিলেন। আর দেশটির বর্ষসেরা প্রতিবন্ধি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্টিফেন জর্জ। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের শ্রবণ প্রতিবন্ধি ক্রিকেট দলের ৬-০ তে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন।