ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনাল্ডো বলেছেন, নেইমার যদি ফিট থাকে তাহলে এবার ব্রাজিলই জিতবে শিরোপা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই সাবেক তারকা মনে করেন, কনফেডারেশন্স কাপে নেইমার যেমন দেখিয়েছেন বিশ্বকাপেও তিনি ধারাবাহিকতা বজায় রাখবেন। তবে এই বিশ্বকাপে রোনাল্ডোর করা ১৫ গোলের রেকর্ডটি ভাঙতে চলেছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা (১৪গোল)। এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই ব্রাজিলিয়ান তারকার। স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমি জানি আমার রেকর্ডটা এখন আর সুরক্ষিত নয়। কিন্তু এটাই বাস্তবতা। ক্লোসা এর খুব কাছাকাছি পৌঁছে গেছে। গত তিনটি বিশ্বকাপেই সে দারুণ খেলছে। যদি সে এটা করতে পারে তবে অবশ্যই আমি তাকে অভিনন্দন জানাব।' এবারের বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, 'স্বাগতিক ব্রাজিল এগিয়ে থাকবে, এটা বাড়তি একটি সুবিধা। ঘরের মাঠে, স্টেডিয়াম ভর্তি সমর্থকদের উপস্থিতিতে খেলার আনন্দই আলাদা। কিন্তু একইসঙ্গে তাদের প্রত্যাশার চাপ কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হয়েও দেখা দিতে পারে।' লিওনেল মেসি প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'মেসির ক্যারিয়ারের শুরুর দিকে আমি তাকে বার্সেলোনায় খেলতে দেখেছি। অসম্ভব সুন্দর এক ফুটবলার। মেসি সত্যিকার অর্থেই একজন ভিন্ন মাত্রার ফুটবলার। টানা চারটি ব্যালন ডি'অর জেতা তো আর সোজা কথা নয়।' ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে রোনাল্ডোর মত, 'রোনালদো নিজের গতি এবং শক্তিশালী স্ট্রাইকিং দক্ষতা দিয়ে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে চলেছে। পর্তুগাল কঠিন গ্রুপে পড়লেও রোনালদোর গুনেই তারা সামনে এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস।'