টাইগারদের দায়িত্ব নিবেন কি নিবেন না, এ নিয়ে বেশ কিছুদিন গুঞ্জন ভেসে বেড়িয়েছে ক্রিকেটাঙ্গনের আকাশে। শেষ পর্যন্ত সব গুঞ্জনের সমাধি হয় চন্ডিকা হাতুরাসিংহের সম্মতিতে। হঠাৎ সরে দাঁড়ানো শেন জার্গেনসেনের দায়িত্ব নিতে গত পরশু রাতে ঢাকায় এসেছেন হাতুরাসিংহে। কাল হেড কোচ হওয়ার আনুষ্ঠানিকতাটুকু সারেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দুই বছরের জন্য দায়িত্ব নিয়েছেন মুশফিকুর রহিমদের। এ সময়ের মধ্যে একটি ধারাবাহিক দল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চান। মূল লক্ষ্য, আগামী দুই বছরের মধ্যে দেশে ও বাইরে জেতার মতো একটি দলে যেন পরিণত হয় বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে টাইগারদের খেলাকে ভালো ফল মনে করেন নতুন কোচ।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। গত ১৪ বছরে প্রথম শ্রীলঙ্কান হিসেবে টাইগারদের দায়িত্ব নিয়েছেন হাতুরাসিংহেই। শ্রীলঙ্কার পক্ষে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা হাতুরাসিংহে এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের দায়িত্ব নেন। টাইগারদের আগে তিনি কোচ ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের। সেখানে কাজ করেছেন মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের সঙ্গে। বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গ ছেড়ে অপরিচিত সাকিব আল হাসান, মুশফিক, তামিম ইকবালদের নিয়ে কাজ করাটা একটু কঠিন।