দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপের প্রসঙ্গ এলেই ফুটবলপ্রেমীদের কানে ভেসে আসে ভুভুজেলার সুর। বিশেষ ধরনের এই বাঁশির আওয়াজের জন্য মাঠে খেলা পরিচালনা করাই কঠিন হয়ে যাচ্ছিল। ওই এক বিশ্বকাপের আসর দিয়েই বিশ্বব্যাপী দারুণভাবে পরিচিতি লাভ করে 'ভুভুজেলা'। কিন্তু এবার ব্রাজিল বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার সুর । আয়োজকরা জানিয়ে দিয়েছেন, স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে ওই বিশেষ ধরনের বাঁশি। দক্ষিণ আফ্রিকা যেহেতু এবারের আসরে নেই, তাই ভুভুজেলার কদর তেমন থাকছে না। ব্রাজিল বিশ্ববাসী ভুভুজেলার বঞ্চিত হবেন।
তবে খেলা পরিচালনায় খানিকটা প্রতিবন্ধকতা তৈরি করলেও এই বাঁশির একটি সম্মোহনী শক্তি ছিল, যা বিপুলসংখ্যক মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। বাড়িয়ে দিয়েছিল বিশ্বকাপের উত্তেজনাও। দীর্ঘদিনের বর্ণ বৈষম্যকে ভুলে গিয়ে আফ্রিকানরা শামিল হয়েছিল এক কাতারে।