আর মাত্র ঘন্টা দুই পরেই সাও পাওলোতে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০১৪ এর উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ম্যাচ শুরুর আগেই ম্যাচের ফলাফল নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
উদ্বোধনী ম্যাচে বিশ্ববাসীকে ঝলক দেখাবে ব্রাজিল নাকি অঘটন ঘটাবে ক্রোয়েশিয়া। গোল ব্যবধান বেশি হবে নাকি কম, নাকি গোলশূন্য ড্র হবে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এসব জল্পনা চলতেই থাকবে।
তবে এবারের বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার লক্ষ্য নির্ধারণ করা ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি প্রথম ম্যাচে সেরা একাদশই পাচ্ছে। দানি আলভেজ, ডেভিড লুইজ ও থিয়োগে সিলভাদের নিয়ে দুর্দান্ত ডিফেন্সের পাশাপাশি আক্রমনভাগে থাকছে অস্কার, হাল্ক, নেইমার ও ফ্রেডরা।
অপরদিকে সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারছেনা ক্রোয়েশিয়া। বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে পায়ে মারাত্মক চোট পাওয়ায় ড্যানিয়েল প্রানজিককে প্রথম ম্যাচে মিস করতে পারে ক্রোয়েশিয়া। তাছাড়া বিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে থাকছেন না আক্রমনভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় মারিও মানজুকিচ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : জুলিও সিজার, দানি আলভেজ, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, মার্সেলো লুইস গুস্তাভো, অস্কার, হাল্ক, পাওলিনহো, নেইমার, ফ্রেড।
ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ : স্টিপে প্লেটিকোসা, দারিও স্রনা, দোয়াইন লোভরেন, ভেদ্রান করলুকা, দোমাগোয়ে ভিদা, ভুকোজেভিক, লুকা মদ্রিচ, ইভান পেরিসিক, রাকিতিস, মাত্রে কোভাচিচ, ইভিকা ওলিচ।