বিশ্ব শিরোপা ধরে রাখার মিশনে ব্রাজিলে পৌঁছেছে দেল বস্ক শিষ্যরা। মাঠে নিজেদের প্রমাণ করার আগেই তারা ব্রাজিলের মাঠ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করল। মাঠে দ্রুতগতির ছোট ছোট পাসে খেলা স্প্যানিস খেলোয়াড়দের জুড়ি নেই। তাদের এই 'টিকি-টাকা' স্টাইলের খেলার ধরনে হুমকি হয়ে দাঁড়িয়েছে মাঠের করুণ পরিণতি। সালভাদোরস অ্যারেনার মাঠে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্পেন।