আজেন্টাইন ভক্তদের মুখে শুধু মেসি। আর এতটাই ভালোবাসা ভক্তরা যেন ভুলেই গেছেন ফুটবল এগার জনের খেলা। বাস্তবে কি মেসিই সবকিছু। না, ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেই ফাইনাল খেলেছে। এমনকি ১৯৭৮ সালে নিজ দেশে বিশ্বকাপও জয় করেছিল। তারপরও আর্জেন্টিনাকে ফুটবলপ্রেমীরা মূলত চিনেছেন ম্যারাডোনার কারণেই। ১৯৮৬ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা একবার বিশ্বকাপ জিতেই দুনিয়া জয় করে নিয়েছেন। ১৯৯৪ সালের পর ম্যারাডোনাকে ১০ নম্বর জার্সি পরে মাঠে আর নামতে দেখা যায়নি। ২০১০ বিশ্বকাপে কোচের দায়িত্ব নিয়েও ম্যারাডোনা সবার নজরে পড়ে যায়। নিজে যতই আড়ালে থাকতে চান না কেন ভক্তরা সব সময় হৃদয়ে ম্যারাডোনার নামটি গেঁথে রেখেছেন। যতই অপ্রিয় কাণ্ড ঘটাক না কেন ম্যারাডোনা নামটি কখনো মুছবার নয়। বসনিয়া বিপক্ষে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা এবার বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে। কিন্তু ম্যারাডোনা আর্জেন্টিনা খেলার দিন কী করবেন বা কেমনভাবে খেলা দেখবেন এ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে। অন্যসব তারকাদের ভিআইপি গ্যালারিতে দেখা গেলেও ম্যারাডোনা এক্ষেত্রে ব্যতিক্রম। আর্জেন্টিনার খেলার দিন সাধারণ গ্যালারিতে বসেই তিনি তার মাতৃভূমিকে সমর্থন দেবেন। ম্যারাডোনা আগেই বলেছেন এবার মেসি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করবেই।