পর্তুগালের জন্য এরচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে না ব্রাজিল বিশ্বকাপে। আগামীকাল সালভাদরের ফন্তে নোভা অ্যারিনাতে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। জি গ্রুপ থেকে বিজয়ীর বেশে নকআউট পর্বে যাওয়ার জন্য জার্মানদের বিপক্ষে সফলতা প্রয়োজন পর্তুগিজদের। ঘানা ও যুক্তরাষ্ট্রও তো সহজ দল নয়। কিন্তু দুঃসংবাদ পর্তুগিজদের জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে পতুর্গালের প্রথম মিশনেই দলকে নেতৃত্ব দিতে পারছেন না। গত শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। মাঠ ছেড়েছেন আইসপ্যাকে গোড়ালি মুড়িয়ে। দুই দিনের ব্যবধানে রোনালদো কতটা সুস্থ হবেন তা বলা মুশকিল। ফিজিওর শতভাগ সমর্থন না পেলে কোচ পাওলো বেন্টুও নিজের সেরা অস্ত্রকে নিয়ে অহেতুক নাড়াচাড়া করতে চাইবেন না। যদি তাই হয়, তবে রোনালদোকে আগামীকাল মাঠে দেখা নাও যেতে পারে। তবে কোচ পাওলো বেন্টু শেষ পর্যন্ত অপেক্ষা করবেন রোনালদোর জন্য। কে জানে, ভাগ্য খুব ভালো হলে পর্তুগালকে নেতৃত্ব দিতে পারেন রোনালদোই!