গ্রুপটা কঠিন। তাই বলে গ্রুপ পর্ব পেরিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখা মোটেও নিষিদ্ধ নয়। চিলিয়ানরা ব্রাজিল বিশ্বকাপের ড্রয়ের পর স্বপ্ন দেখেছিল। বি গ্রুপে স্পেন ও নেদারল্যান্ডসের মতো দল থাকার পরও তারা দেখেছিল নকআউট পর্বের স্বপ্ন। স্বপ্নটা যে একেবারেই অবাস্তব ছিল না, তার প্রমাণ দিল চিলি নিজেদের প্রথম পদক্ষেপেই। গতকাল ভোরে কুইয়াবার প্যানটানাল এরিনাতে সানচেজ-ভালদিবিয়া-বিয়াসেজুরের অসাধারণ ফুটবল প্রদর্শনীতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। টিম কাহিল একটা গোল করলেও এশিয়ান অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে ঠাঁই পাওয়া অস্ট্রেলিয়া পরাজয় এড়াতে পারেনি।
এদিকে আরও একবার আফ্রিকার অদম্য সিংহরা বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়েই মাঠ ছাড়ল। গত শুক্রবার নাটালের দুনাস এরিনাতে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। পেরাল্টার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। স্যামুয়েল ইতো এবং আলেঙ্ সঙ দারুণ খেললেও ক্যামেরুনকে জয় উপহার দিতে পারেননি। মেক্সিকানদের এই জয় এ গ্রুপের পয়েন্ট তালিকায় তাদেরকে এগিয়ে রাখল অনেকদূর। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের পর মেক্সিকানদের জয় এ গ্রুপের হিসাব অনেকটাই সহজ করে দিয়েছে। ২৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে মেক্সিকোর। ১৮ জুন ব্রাজিলের কাছে পরাজিত হলেও মেক্সিকোর নকআউট পর্ব রুখতে পারবে না ক্রোটরা। বি গ্রুপে সবচেয়ে বিপদে আছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ডাচদের কাছে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা। অন্যদিকে চিলি ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। নেদারল্যান্ডস ও স্পেন দুই দলের যে কোনো একটার বিপক্ষে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে চিলির! অন্যদিকে নকআউট পর্ব নিশ্চিত করতে হলে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে পরের দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই।