নেদারল্যান্ডসের সঙ্গে ভরাডুবির দায় নিজের কাঁধেই নিলেন স্পেনের অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এ বিপর্যয়ের জন্য নিজেকে দোষারোপ করার কথাও বলেছেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার রাতে ডাচদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। পেনাল্টি থেকে জাভি আলানসোর করা গোলে প্রথমার্ধে কিছু সময়ের জন্য এগিয়ে থাকলেও ডাচদের পক্ষে স্টিফেন ডি ভ্রিজের করা গোল প্রথমার্ধের মীমাংসা করে ১-১ সমতায়। তবে দ্বিতীয়ার্ধে টোটাল ফুটবলারদের কাছে ছন্দের জাদুকরদের নাকানি চুবানি খেতে হয়। অ্যারিয়েন রোবেন ও রবিন ভন ফার্সির জোড়া গোলে ম্যাচ শেষ হয় নেদারল্যান্ডস ৫ ও স্পেন ১ গোলে।
এতোগুলো গোল হজম করার জন্য দলের ডিফেন্ডাররা যেমন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন, তেমনি সমর্থকদের ক্ষোভের শিকার হতে হচ্ছে ক্যাসিয়াসকে। খেলায় দেখা গেছে, বিশ্বের নাম্বার ওয়ান গোলরক্ষককে নিয়ে অনেকটা ছেলেখেলাই খেলেছেন রোবেন ও ফন পার্সিরা।