বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে মাত্র। শুরুর সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীরা উপভোগ করতে শুরু করেছেন শৈল্পিক ফুটবলের। ফুটবলপিয়াসীরা এরমধ্যেই দেখে ফেলেছেন নেইমার, অ্যারিয়েন রোবেন. রবিন ফন পার্সিদের ফুটবল জাদু। দেখেছেন ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের জয়। দেখেছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা। তিন পেরোনোর আগেই ফুটবল মহাযজ্ঞের তাপে বেসামাল পুরো বিশ্ব। আজ চতুর্থ দিন। তিনটি খেলা। দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা নামছে ময়দানি লড়াইয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপে প্রথম বারের মতো খেলতে আসা বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ মধ্য আমেরিকার হণ্ডুরাস এবং ইউরোপীয় প্রতিনিধি সুইজারল্যান্ড খেলবে ল্যাটিন আমেরিকার ইকুয়েডরের বিপক্ষে।
ফ্রান্স ১৯৯৮ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিলকে হারিয়ে। এরপর ২০০৬ সালেও ফাইনাল খেলেছিল। কিন্তু হেরে গিয়েছিল ইতালির কাছে। আজ মধ্যরাত ১টায় ফ্রান্স মুখোমুখি হবে হণ্ডুরাসের।