অবশেষে নড়েচড়ে বসল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)! কমনওয়েলথ গেমসে ব্যর্থতার পর এশিয়ান গেমসের ২১ ইভেন্ট থেকে বাদ দেওয়া হলো ৯টি। অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, সাঁতার, ব্যাডমিন্টন, ওয়েট লিফটিং, বক্সিং, সাইক্লিং, টেবিল টেনিস ও রেসলিংয়ে বাংলাদেশকে দেখা যাবে না দক্ষিণ কোরিয়ার ইনচেনে।
ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, অ্যারচারি, ফেন্সিং, গলফ, শুটিং, কারাতে, তায়েকোয়নদো, বিচ ভলিবল- এই ১২ ইভেন্টে মোট ৯৬ জন অ্যাথলেট এবারের এশিয়ান গেমসে অংশ নেবেন। সঙ্গে থাকবেন ৩৯ জন অফিসিয়াল। গতকাল বিওএ ভবনে সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্কটল্যান্ডের গ্লাসগোতে সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল ১০টি ইভেন্টে। এর মধ্যে শুটিংয়ে একটি মাত্র রুপা ছাড়া আর কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। অন্য ইভেন্টগুলোর পারফরম্যান্সও প্রত্যাশাজনক ছিল না। তাই এশিয়ান গেমসের বহর কমনওয়েলথে অংশ নেওয়া ১০ ইভেন্টের মধ্যে ৯টিই বাদ দেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘কমনওয়েলথ গেমসে একমাত্র শুটিং ছাড়া বাকি ৯টি ডিসিপ্লিন প্রত্যাশার কাছাকাছিও ছিল না। এ কারণেই তাদের এশিয়ান গেমসের তালিকা থেকে বাদ দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।’
দেরিতে হলেও বিওএর এমন সাহসী সিদ্ধান্তে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে অ্যাথলেটিকস ও সাঁতারের মতো দুটি জনপ্রিয় ইভেন্ট বাদ দেওয়ায় বিতর্ক উঠেছে। কেননা এশিয়ান গেমসের পরই ভারতে অনুষ্ঠিত হবে সাফ গেমস। যেখানে দুই-দুবার দ্রুততম মানব হওয়ার কৃতিত্ব আছে বাংলাদেশের। তা ছাড়া সাঁতার থেকেও পদক এসেছে। তাই এই দুটি ইভেন্টকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে অনেকে মনে করছেন। কেননা এশিয়ান গেমসে অংশ নিলে অ্যাথলেটদের অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হতো, যা সাফ গেমসে কাজে লাগত। তবে মজার ব্যাপার হচ্ছে, অ্যাথলেটিকস ও সাঁতার না থাকলেও রয়েছে ফেন্সিং ও কারাতের মতো ইভেন্টগুলো। যা থেকে পদক জয়ের সম্ভাবনা নেই বললেই চলে! এ প্রসঙ্গে মহাসচিবের ব্যাখ্যা, ‘আপনারা হয়তো বলতে পারেন ফেন্সিং, কারাতের রেজাল্ট কী হবে? আমরা কিন্তু একটা নীতিমালা করেই ডিসিপ্লিনগুলো ঠিক করেছিলাম। অতীতে বিভিন্ন গেমসের পারফরম্যান্সের আলোকেই এই ২১ ডিসিপ্লিন ঠিক করা হয়েছিল।’ যেমন কমনওয়েলথে খারাপ করায় ৯ ইভেন্ট বাদ পড়েছে তেমনি এশিয়ান গেমসে খারাপ করলে পরের আসরে বাদ যেতে পারে আরও ইভেন্ট, এমন ইঙ্গিত দিয়েছেন মহাসচিব। তিনি বলেন, ‘এ গেমসগুলো শেষ হয়ে গেলে আমরা একটা নীতিমালা করব। বিওএ, ক্রীড়া ও অর্থ মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় করতে হবে। ভবিষ্যতে দলগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়, এ জন্য ৫ বছরের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। গেমসকে সামনে রেখে তিন মাসের প্রস্তুতিতে কিছু হবে না। ৫ বছরের পরিকল্পনায় আমরা চিহ্নিত করব কোন ডিসিপ্লিন ও কোন ইভেন্টে আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের যোগ্যতা আছে। আমাদের সামনে থাকা গেমসগুলো শেষ হয়ে গেলে তার রেকর্ড নিয়ে আমরা বসব। বাংলাদেশ গেমস অথবা এসএ গেমসের রেকর্ডের সঙ্গে এগুলো মিলিয়ে দেখলেই আমরা বুঝতে পারব কার অবস্থান কী। তখনই একটা মানদণ্ড নির্ধারণ করা যাবে। তার আলোকেই বড় আসরগুলোর দল নির্বাচন করা যাবে।’ আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৭তম এশিয়ান গেমসের, সমাপনী ৪ অক্টোবর। তবে ১৪ সেপ্টেম্বর ফুটবল খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে ইনচেন এশিয়ান গেমস।
ছেঁটে ফেলা হল
১. সাইক্লিং
২. অ্যাথলেটিকস
৩. জিমন্যাসটিকস
৪. সাঁতার
৫. ব্যাডমিন্টন
৬. ভারোত্তোলন
৭. বক্সিং
৮. টেবিল টেনিস
৯. রেসলিং
শিরোনাম
- ফিফার অনুমোদন, বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই সামিতের
- কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা!
- নতুন করে যেন রোহিঙ্গা না আসে সেই চেষ্টা করছি : খলিলুর রহমান
- ৭ দিনের মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ না হলে রংপুরে ধর্মঘটের হুঁশিয়ারি
- উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা
- ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানে বিস্ফোরণ, ৭ সেনা নিহত
- অভিবাসন বিষয়ক এমওইউ স্বাক্ষর, ইতালির মন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ অর্জন : পররাষ্ট্র মন্ত্রণালয়
- শুল্কযুদ্ধের পরিণতি, আমেরিকায় বাণিজ্য ঘাটতিতে নতুন রেকর্ড
- ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর
- মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৭৬
- সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- স্কুলছাত্র হাত্যাকারীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, মানববন্ধন
- নেত্রকোনায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
- যুদ্ধবিরতি শব্দটি অভিধান থেকে মুছে ফেলতে হবে: ইসরায়েল
- চসিকের ভেজাল বিরোধী অভিযানে বেকারিকে জরিমানা
- মনপুরায় ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক আলোচনা সভা
- আমেরিকা ও ইরানের মধ্যে ন্যায্য পারমাণবিক চুক্তি চায় রাশিয়া
- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘টিচিং মেথডোলজি এন্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক সভা
- চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বাদ ৯ ইভেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি?
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অভিবাসন বিষয়ক এমওইউ স্বাক্ষর, ইতালির মন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ অর্জন : পররাষ্ট্র মন্ত্রণালয়
১ ঘণ্টা আগে | জাতীয়