অবশেষে নড়েচড়ে বসল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)! কমনওয়েলথ গেমসে ব্যর্থতার পর এশিয়ান গেমসের ২১ ইভেন্ট থেকে বাদ দেওয়া হলো ৯টি। অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, সাঁতার, ব্যাডমিন্টন, ওয়েট লিফটিং, বক্সিং, সাইক্লিং, টেবিল টেনিস ও রেসলিংয়ে বাংলাদেশকে দেখা যাবে না দক্ষিণ কোরিয়ার ইনচেনে।
ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, অ্যারচারি, ফেন্সিং, গলফ, শুটিং, কারাতে, তায়েকোয়নদো, বিচ ভলিবল- এই ১২ ইভেন্টে মোট ৯৬ জন অ্যাথলেট এবারের এশিয়ান গেমসে অংশ নেবেন। সঙ্গে থাকবেন ৩৯ জন অফিসিয়াল। গতকাল বিওএ ভবনে সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্কটল্যান্ডের গ্লাসগোতে সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল ১০টি ইভেন্টে। এর মধ্যে শুটিংয়ে একটি মাত্র রুপা ছাড়া আর কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। অন্য ইভেন্টগুলোর পারফরম্যান্সও প্রত্যাশাজনক ছিল না। তাই এশিয়ান গেমসের বহর কমনওয়েলথে অংশ নেওয়া ১০ ইভেন্টের মধ্যে ৯টিই বাদ দেওয়া হয়েছে। গতকাল এক বিবৃতিতে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘কমনওয়েলথ গেমসে একমাত্র শুটিং ছাড়া বাকি ৯টি ডিসিপ্লিন প্রত্যাশার কাছাকাছিও ছিল না। এ কারণেই তাদের এশিয়ান গেমসের তালিকা থেকে বাদ দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।’
দেরিতে হলেও বিওএর এমন সাহসী সিদ্ধান্তে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তবে অ্যাথলেটিকস ও সাঁতারের মতো দুটি জনপ্রিয় ইভেন্ট বাদ দেওয়ায় বিতর্ক উঠেছে। কেননা এশিয়ান গেমসের পরই ভারতে অনুষ্ঠিত হবে সাফ গেমস। যেখানে দুই-দুবার দ্রুততম মানব হওয়ার কৃতিত্ব আছে বাংলাদেশের। তা ছাড়া সাঁতার থেকেও পদক এসেছে। তাই এই দুটি ইভেন্টকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে অনেকে মনে করছেন। কেননা এশিয়ান গেমসে অংশ নিলে অ্যাথলেটদের অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হতো, যা সাফ গেমসে কাজে লাগত। তবে মজার ব্যাপার হচ্ছে, অ্যাথলেটিকস ও সাঁতার না থাকলেও রয়েছে ফেন্সিং ও কারাতের মতো ইভেন্টগুলো। যা থেকে পদক জয়ের সম্ভাবনা নেই বললেই চলে! এ প্রসঙ্গে মহাসচিবের ব্যাখ্যা, ‘আপনারা হয়তো বলতে পারেন ফেন্সিং, কারাতের রেজাল্ট কী হবে? আমরা কিন্তু একটা নীতিমালা করেই ডিসিপ্লিনগুলো ঠিক করেছিলাম। অতীতে বিভিন্ন গেমসের পারফরম্যান্সের আলোকেই এই ২১ ডিসিপ্লিন ঠিক করা হয়েছিল।’ যেমন কমনওয়েলথে খারাপ করায় ৯ ইভেন্ট বাদ পড়েছে তেমনি এশিয়ান গেমসে খারাপ করলে পরের আসরে বাদ যেতে পারে আরও ইভেন্ট, এমন ইঙ্গিত দিয়েছেন মহাসচিব। তিনি বলেন, ‘এ গেমসগুলো শেষ হয়ে গেলে আমরা একটা নীতিমালা করব। বিওএ, ক্রীড়া ও অর্থ মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় করতে হবে। ভবিষ্যতে দলগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়, এ জন্য ৫ বছরের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। গেমসকে সামনে রেখে তিন মাসের প্রস্তুতিতে কিছু হবে না। ৫ বছরের পরিকল্পনায় আমরা চিহ্নিত করব কোন ডিসিপ্লিন ও কোন ইভেন্টে আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের যোগ্যতা আছে। আমাদের সামনে থাকা গেমসগুলো শেষ হয়ে গেলে তার রেকর্ড নিয়ে আমরা বসব। বাংলাদেশ গেমস অথবা এসএ গেমসের রেকর্ডের সঙ্গে এগুলো মিলিয়ে দেখলেই আমরা বুঝতে পারব কার অবস্থান কী। তখনই একটা মানদণ্ড নির্ধারণ করা যাবে। তার আলোকেই বড় আসরগুলোর দল নির্বাচন করা যাবে।’ আগামী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে ১৭তম এশিয়ান গেমসের, সমাপনী ৪ অক্টোবর। তবে ১৪ সেপ্টেম্বর ফুটবল খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে ইনচেন এশিয়ান গেমস।
ছেঁটে ফেলা হল
১. সাইক্লিং
২. অ্যাথলেটিকস
৩. জিমন্যাসটিকস
৪. সাঁতার
৫. ব্যাডমিন্টন
৬. ভারোত্তোলন
৭. বক্সিং
৮. টেবিল টেনিস
৯. রেসলিং
শিরোনাম
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
বাদ ৯ ইভেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর