সাঁতারে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা ছিল। আশির দশকে ঢাকায় অনুষ্ঠিত সাফ সুইমিং চ্যাম্পিয়নশিপে মোশাররফ হোসেন একাই ৭টি স্বর্ণ জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন। মহিলারাও পিছিয়ে ছিলেন না। রীতিমতো পুলে ঝড় তুলতেন। এদের মধ্যে বেগম লায়লা নূরের নাম অন্যতম। দেশে শুধু সাঁতার বললে ভুল হবে, যে কয়জন খ্যাতনামা মহিলা ক্রীড়াবিদ রয়েছেন, সে তালিকায় লায়লার নাম ঠাঁই পাবে। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য তিনি ২০০৪ সালে জাতীয় পুরস্কারও পেয়েছেন। বয়স যখন তার মাত্র আট, তখুনি রাজবাড়ীতে নিজ পুকুরে সাঁতার কাটা শুরু করেন। ব্যস, এখানেই চোখে পড়ে যান এরশাদুল নবীর। তার অধীনে অনুশীলন করে লায়লা হয়ে ওঠেন সাঁতারের রানী। তা ছাড়া বাবা-মায়ের অনুপ্রেরণায় খেলাধুলায় আসতে পেরেছেন বলে লায়লা জানান। দেশে মহিলা সাঁতারুর সংখ্যা একেবারে কম নয়। অনেকে জাতীয় পর্যায়ে পদক পেয়ে পুল কাঁপিয়েছেন। কিন্তু এর মধ্যে তাকে একটু ব্যতিক্রমী বলতে হয়। সুইমার হিসেবে ক্যারিয়ার শেষ করলেও বসে থাকেননি লায়লা নূর। পাতিয়ালা ও জার্মানি থেকে প্রশিক্ষকের উচ্চতর ডিপ্লোমাও নিয়ে এসেছেন। যোগ্যতা তাকে এতদূর নিয়ে গেছে যে, বর্তমানে মহিলা তো আছেই পুরুষ সাঁতারুদের হেড কোচের দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সাঁতারে হেড কোচের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সাঁতার ফেডারেশনের সহ-সভাপতিও। মাঝে তিনি ঢাকার বেসরকারি দুই খ্যাতনামা স্কুল আইএসডি ও আমেরিকান ইন্টারন্যাশনালের গেম টিচার ছিলেন।
১৯৮১ সালে প্রতিযোগিতামূলক সাঁতার শুরু করেন লায়লা নূর। মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত বয়সভিত্তিক আয়োজনে সর্বোচ্চ পদক জিতে তিনি চ্যাম্পিয়ন হন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। সাফল্য যেন তাকে পেয়ে বসেছিল। জাতীয় পর্যায়ে সাঁতার থেকে লাগাতার স্বর্ণ আসতে থাকে। ১৯৮৬ থেকে ১৯৯১ টানা পাঁচ বছর মহিলা সাঁতারে ছিলেন শীর্ষে। ১৯৯১ সালে কলম্বোতে অনুষ্ঠিত সাফ গেমসে দুটো পদক জেতার কৃতিত্ব রয়েছে তার। ৮০০ মিটার ফ্রি স্টাইল ও ১০০*৪ মিটার ফ্রি স্টাইলে দুটোতেই তামা জেতেন। এরপর খেলা ছেড়ে পাতিয়ালাতে ডিপ্লোমা কোর্স করতে যান। শুধু লায়লা একা নন, তার ছোট বোন নূরই আফরোজও বয়সভিত্তিক সাঁতারে স্বর্ণ জেতার কৃতিত্ব পান। লায়লার স্বামী মজিবুর রহমান আশির দশকে ঢাকা লিগে ফুটবল খেলেন। বর্তমানে তিনি মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের লেকচারার। দেশের সাঁতারে আগের সেই জৌলুশ নেই কেন? এ ব্যাপারে প্রশ্ন উঠলে লায়লা বলেন, দেখেন শুধু সাঁতার কেন ফুটবলের মতো জনপ্রিয় খেলাতেও জৌলুশ নেই। বড় বড় দলের খেলাতে গ্যালারি থাকছে ফাঁকা। কিন্তু কেউ যদি বলেন, সাঁতারে মানই নেই তা আমি মানব না। দেশে এখনো পুরুষ বা মহিলা বিভাগে এমন সাঁতারু আছেন যাদের উন্নতমানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা দিলে আন্তর্জাতিক পর্যায়েও বড় সাফল্য পাওয়া সম্ভব। প্রসঙ্গক্রমে তিনি মাহফিজুর রহমান সাগরের নাম উল্লেখ করে বলেন, প্রস্তুতি তেমন ছিল না তারপরও অসুস্থ শরীর নিয়ে কমনওয়েলথ গেমসে যে পারফর্ম শো করেছেন তা কোনোভাবেই খারাপ বলা যাবে না। আমরা কীভাবে এগুবো বলেন, এশিয়ান গেমসে সাঁতারুদের যাওয়া বন্ধ করে দেওয়া হলো? কারণ আমাদের পদক পাওয়ার সম্ভাবনা নেই। মানলাম এত বড় গেমসে আমাদের কেউ পদক পেতেন না। কিন্তু যেসব ইভেন্ট রাখা হয়েছে সেখানে ক্রিকেট ছাড়া অন্যতে কি পদক পাবই সে ধরনের নিশ্চয়তা দেওয়া যাবে? কে কী ভাববেন জানি না, আমি বলব এশিয়ান গেমসে সাঁতারুদের অবশ্যই পাঠানো উচিত ছিল। প্রস্তুতি নেওয়ার পরও যাওয়া বন্ধ হয়ে গেল। এতে সাঁতারুরা অবশ্যই উৎসাহ হারিয়ে ফেলবেন। যার প্রভাব খুবই করুণ হতে পারে। লায়লা বলেন, আমি স্পষ্টবাদী, তাই অনেকে আমাকে পছন্দ করেন না। কিন্তু যা সত্যি তাই আমি বলি। কালোকে তো আর সাদা বলতে পারি না। যেমন বলব, প্রতিটি ফেডারেশনের কমিটি এমনভাবে গড়া উচিত, যারা খেলা বুঝেন বা জানেন। হুট করে অচেনা কাউকে বড় পদে বসানোটা ঠিক হচ্ছে না।
শিরোনাম
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
সাঁতারের রানী সেই লায়লা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর