'আমি বড্ড হতাশ। অলিম্পিক অ্যাসোসিয়েশনের এ সিদ্ধান্ত মেনে নিতে পারছি না।' আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ১৭তম এশিয়ান গেমস। প্রথমে সিদ্ধান্ত ছিল ২১টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। কিন্তু বুধবার অ্যাসোসিয়েশন জরুরি সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ২১ নয় গেমসে বাংলাদেশ অংশ নেবে ১২টি ইভেন্টে। অর্থাৎ ৯টি ইভেন্ট বাদ দেওয়া হয়। বিওএর সিদ্ধান্তে ক্রীড়ামোদীরা সন্তুষ্ট প্রকাশ করলেও সাঁতার ও অ্যাথলেটিক্স বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তাদের মতে, এশিয়ান গেমসের বড় আকর্ষণই হচ্ছে অ্যাথলেটিক্স ও সাঁতার। পদক জেতার সম্ভাবনা না থাকলেও দুটো ইভেন্টে পাঠানো উচিত ছিল। এ ব্যাপারে গতকাল সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজউদ্দিন বলেন, এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। বলা হচ্ছে কমনওয়েলথ গেমসে এত বিশাল বহর নিয়ে শুটিং থেকে মাত্র ১টি রুপা এসেছে। সুতরাং এশিয়ান গেমসে এত বহর পাঠিয়ে লাভ নেই। অবশ্যই একে আমি ব্যর্থতা বলব। কিন্তু শ্রীলঙ্কা তো বড় দল পাঠিয়ে কমনওয়েলথ গেমসে কোনো পদকই জিততে পারেনি। এর পরও তো এশিয়ান গেমসে তারা অধিকাংশ ইভেন্টে অংশ নেবে।
অন্যদিকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, হুট করে আমাদের বাদ দেওয়া হলো। এই সিদ্ধান্ত যদি আগে হতো তা মানতাম। ছেলেমেয়েরা কষ্ট করে এতদিন প্রশিক্ষণ করল অথচ এখন তারা যেতে পারছে না বলে মন খারাপ করছে। এতে কি ভবিষ্যতে অ্যাথলেটদের উপর প্রভাব পরবে না! আমাকে এবার এশিয়ান গেমসে ডেলিগেট করা হয়েছিল। আমি অলিম্পিক সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমার ইভেন্ট যখন নেই তখন আমি আর যাব কেন? বলতে পারেন এটা আমার প্রতিবাদ।