প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০টি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন দলের তারকা ব্যাটসম্যান ইউনুস খান। অাজ শ্রীলংকার বিরুদ্ধে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কান তারকা রঙ্গনা হেরাথের ক্যাচটি নিয়ে তিনি এই রেকর্ডে পৌঁছান।
ক্যারিয়ারের ৯১তম টেস্টে ইউনুস তার শততম ক্যাচটি ধরেন। দ্বিতীয় স্থানে থাকা জাভেদ মিয়াঁদাদ ১২৪ টেস্টে নিয়েছেন ৯৪টি ক্যাচ।
টেস্ট ক্রিকেটে ৩২তম খেলোয়াড় হিসেবে ইউনুস খান ক্যাচের সেঞ্চুরি করেন। সর্বাধিক ২১০টি ক্যাচ নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতীয় তারকা রাহুল দ্রাবিড়।
ক্যাচের ডাবল সেঞ্চুরি করা অপর দুই খেলোয়াড় হচ্ছেন মাহেলা জয়াবর্ধনে (২০২) ও জ্যাক ক্যালিস (২০০)। অল্পের জন্য ক্যাচে ডাবল সেঞ্চুরি করতে পারেননি রিকি পন্টিং। তিনি ১৯৬টি ক্যাচ ধরেছেন।