৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও বদলানো না ভারতের ব্যাটিংয়ের চিত্রটা। সাউদাম্পটন থেকে ম্যানচেস্টার ঘুরে আবার লন্ডন। সর্বত্রই একই দৃশ্য। ওল্ড ট্রাফোর্ডে আগের টেস্টে প্রথম ইনিংসে ১৫১ রান করেছিল সফরকারীরা। ওভালে শেষ টেস্টেও তার চেয়েও তিন রান কম করেছে ধোনিরা। প্রথম ইনিংসে তারা করে মাত্র ১৪৮ রান!
তা সত্ত্বেও ভারত বড় ধরনের লজ্জা থেকে বেঁচে গেছে ধোনির কল্যাণে। তাকে যোগ্য সঙ্গ দেন ইশান্ত শর্মা। ৯০ রানে ৯ উইকেট হারানো ভারত এ দুজনের শেষ জুটির কল্যাণে ১৪৮ রান করতে সক্ষম হয়।
গত চারটি টেস্টের মতো ওপেনারদের ব্যাট থেকে গতকালও তেমন রান আসেনি। ফের চূড়ান্ত ব্যর্থ ভারতীয় টপ অর্ডারের দুই স্তম্ভ বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। টসে হেরে ব্যাট করতে নেমে হুড়মুড় করে ধস নামল ভারতের তথাকথিত ‘হেভিওয়েট’ ব্যাটিং লাইনআপে। ]
এদিকে, ইংল্যান্ড ব্যাট করতে নামার পর অবশ্য উইকেটে তেমন কোনো জুজুই নজরে আসেনি। ইশান্ত-ভুবিদের অনায়াসে সামলে দিনের শেষে বিনা উইকেটে ৬২ রান তুলেছে তারা। ক্রিজে অপরাজিত অধিনায়ক কুক (২৪) এবং রবসন (৩৩) রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন তারা।
ভারতের পূজারা (৪) , কোহলি (৬) , রাহানে (০) একে একে প্যাভিলিয়ানে ফেরার পর খুব বেশিক্ষণ স্থায়ী হননি আরেক ওপেনার মুরালি বিজয়ের ইনিংসও। ১৮ রান করে ওকসের বলে আউট হন তিনি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে অ্যান্ডারসন এবং ব্রড ছাড়াও যথেষ্ট সফল অপর দুই পেসার ওকস এবং জর্ডান। দু’জনেই পান তিনটি করে উইকেট।