ম্যানচেস্টার ইউনাইটেডের আকাশ থেকে অন্ধকার সরিয়ে আলো এনেছিলেন স্কটিশ কোচ আলেঙ্ ফার্গুসন। দীর্ঘ ২৭ বছর তিনি কখনোই ওল্ড ট্র্যাফোর্ডকে অন্ধকারে ঢাকতে দেননি। সেই আলেঙ্ ফার্গুসনের সঙ্গেই যেন ম্যানইউর ভাগ্যদেবীও চলে গেল আলো হাতে। ফার্গুসন দায়িত্ব ছেড়ে অবসরে গিয়েছিলেন চ্যাম্পিয়ন একটা দল রেখে। অথচ এই দলটা গত মৌসুমে এবং চলতি মৌসুমে নিজেদের কেবল অতীতের কঙ্কাল বলেই প্রমাণ করে চলেছে! ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটেই এমনকি তৃতীয় বিভাগের দলের কাছেও পরাজিত হচ্ছে ইংলিশ ফুটবলে সর্বোচ্চ শিরোপাধারীরা! গত মঙ্গলবার ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের দল মিলটন কেইনেসের কাছে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলেঙ্ ফার্গুসনের অভাব দূর করতে ডেভিড ময়েসকে এনেছিল ম্যানইউ। এক মৌসুম পরই রেড ডেভিলদের কোচ হিসেবে নিজেকে অযোগ্য প্রমাণ করলেন ময়েস। ময়েসের পর ডাচ কোচ লুই ফন গালকে অনেক তদবির করে দলে আনে রেড ডেভিলরা। মৌসুম পূর্ব ম্যাচগুলো জিতে ফন গাল নিজেকে যোগ্য বলেই প্রমাণ করেছিলেন। কিন্তু মৌসুম শুরু হওয়ার পর দেখা গেল, ম্যানইউর ভাগ্য বদলাতে পারছেন না ফন গালও!