দলীয় শৃঙ্খলা ভঙ্গ, কোচ চন্ডিকা হাতুরাসিংহের সঙ্গে তর্ক এবং অসৌজন্যমূলক আচরণের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। শাস্তির মেয়াদ পুনর্বিবেচনা করতে গত ২০ জুলাই বিসিবিকে চিঠি দিয়েছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের আবেদনে গত মঙ্গলবার জরুরি সভায় বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদ। সভায় বাঁ হাতি অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমিয়ে ১৫ সেপ্টেম্বরে আনেন পরিচালকরা। সভার ফাঁকে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মেয়াদ কমানোয় জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন সাকিব। তবে বিবেচিত হবেন পুলের ক্রিকেটার হিসেবে। ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েও বেশ কিছু জটিলতায় দ্বিতীয় ধাপে দলবদল করতে পারছেন না সাকিব। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান আ জ ম নাছির জানিয়েছেন, টাইগারদের সাবেক অধিনায়কের দলবদলের বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি এবং সেটা লিগ শুরুর আগে। উল্লেখ্য, ১০ অক্টোবর প্রিমিয়ার ক্রিকেট শুরুর একটি তারিখ ঠিক করে রেখেছে সিসিডিএম। এদিকে চার দশকের স্মৃতিবিজড়িত সিসিডিএমের অফিসকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরিয়ে গুলশান নাভানা ভবনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এতে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা।
দ্বিতীয় ধাপের দলবদলের প্রথমদিন ছিল কাল। কাল ঘর গুছিয়ে নিয়েছে ওল্ড ডিওএইচএস, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান, ভিক্টোরিয়া, প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডি ও পারটেঙ্। আজ দলবদল করবে আবাহনী, গাজী ট্যাংক, প্রাইম দোলেশ্বর, কলাবাগান ক্রিকেট একাডেমী ও কলাবাগান ক্রীড়া চক্র।