লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ক্লাব বেসিকতাসকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্সেনাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন চিলির তারকা স্ট্রাইকার অ্যালেক্সিজ সানচেজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় গানাররা। ১৪ মিনিটে হলুদ কার্ড পাওয়া ম্যাথিউ দেবুচিকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এদিকে, দিনের অপর ম্যাচে পিছিয়ে থেকে অ্যাতলেতিক ক্লাব আদুরজির জোড়া গোলে ৩-১ এ হারিয়েছে নাপোলিকে। ম্যাচের ৬১ ও ৬৯ মিনিটে গোল দুটি করেন ৩৩ বছর বয়সী স্প্যানিস এ স্ট্রাইকার। স্পেনের আরেক তরুন স্ট্রাইকার ইবাই গোমেজ বাকি গোলটি করেন (৭৪ মিনিটে)। নাপোলির হয়ে ম্যাচের ৪৭ মিনিটে গোল করেছেন স্লোভাকিয়ান মিডফিল্ডার মারেক হামসিক। এ জয়ের পর ৪-২ এগ্রিগেটে এগিয়ে থেকে অ্যাতলেতিক ক্লাব জয় পেল।
অপর ম্যাচে বেশ বড় জয় পেয়েছে বায়ার লেভারকুজেন। এফসি কোভেনহনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ৭-২ এগ্রিগেটে জয় পেল লেভারকুজেন।