ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ১৩৩ রানে লজ্জাজনক হারের পর এবার স্লো ওভাররেটের জন্য জরিমানা গুনতে হল ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক এবং তার দলকে। গতকাল বুধবার কার্ডিফে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় অধিনায়ক কুকের ২০ শতাংশ এবং ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে।
এছাড়া, আগামী এক বছরের মধ্যে কুক এই কারণে অভিযুক্ত হলে আইসিসি ‘কোড অফ কন্ডাক্ট’ অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ পর্যন্ত হতে পারেন ইংরেজ অধিনায়ক।