অধিনায়কত্ব হারানোর পর ক্যামেরুনের জাতীয় দল থেকেও অবসরের ঘোষণা দিলেন স্যামুয়েল ইতো।
স্টেফেন এম'বিয়াকে নতুন অধিনায়ককরার পর অবসরের ব্যাপারটি নিশ্চিত করেন এই আফ্রিকান। গত মঙ্গলবারই নতুন অধিনায়ক নির্বাচন করে ক্যামরুন ফুটবল। এদিকে খুব দ্রুতই দলরে কোচের পদ থেকে সরে যাচ্ছেন ভলকার ফনক।
আফ্রিকার সব সময়ের সেরা এই ফুটবলার নিজের টুইটারে জানান, আমি আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নিচ্ছি। সকল আফ্রিকানদের আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ভক্তদের যারা আমাকে সবসময় নমর্থন দিয়েছে।
গত দুদিন আগে ইংলিশ ক্লাব এভারটনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইতো। এর আগে ১৫ বছর বয়সে ক্যামরুনের হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক হয় সাবেক এই বার্সালোনা তারকার।
১৯৯৮ বিশ্বকাপে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে অভিষেক হয় ইতোর।
৩৩ বছররে এই তারকা বিভিন্ন ক্লাবের হয়ে প্রায় সবগুলো শিরোপাই জেতেন। তিনি তার দেশের হয়েও সফল ছিলেন। ইতো ২০০০ সালের অলিম্পিক ২০০০ ও ২০০২ সালে আফ্রিকার ন্যাশন কাপ জেতেন।
এবারই প্রথম ব্রাজিল বিশ্বকাপে দেশর হয়ে কোন ম্যাচ জিততে পারেননি ইতো। স্ট্রাইকিং পজিসনে খেলা এই তারকা দেশের হয়ে ১১৮ টি ম্যাচ খেলে ৫৬ টি গোল করেছেন, আর ক্লাবের হয়ে করেছেন ৪৫০ টিরও বেশি গোল।