শিরোনাম
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- সাগরে তিন দিন ভেসে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
এশিয়াডে সিজার!
অ্যাথলেটিকস সাঁতার উপেক্ষিত থাকল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

যেকোনো গেমসের আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে অ্যাথলেটিক্স ও সাঁতার। অথচ এবার কমনওয়েলথ গেমসে বাজে পারফরম্যান্সের কারণে এশিয়ান গেমসে দুটো ইভেন্টকে বাদ দেওয়া হয়। শুধু দুটো নয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক জরুরি সভা ডেকে এশিয়ান গেমস থেকে ৯টি ইভেন্ট বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অনেকে তাই নিশ্চিত ছিলেন বাংলাদেশ ১২ ইভেন্টেই গেমসে অংশ নেবে। ৯টি ইভেন্ট বাদ দেওয়ার পর বিওএ থেকে বলা হয়েছিল বাদ বাদই এখানে নতুন করে চিন্তার কিছু নেই। অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকতে পারেনি। অ্যাথলেটিক্স ও সাঁতারের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট নিয়ে পুনর্বিবেচনা না করলেও জিমন্যাস্টিক্স নিয়ে উঠে পড়ে লেগেছে। কমনওয়েলথ গেমসে সাইক সিজার ২৯তম স্থান দখল করেন। অথচ জিমন্যাস্টিক্স ফেডারেশনের কর্মকর্তারা গ্লাসগোতে যাওয়ার আগে বলেছিলেন পদক না জিতুক, সিজার দশের মধ্যে থাকবেই। কোথায় ১০ আর কোথায় ২৯। এরপরও সিজারকে এশিয়ান গেমসে পাঠানোর হঠাৎ তৎপরতা কেন? এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক আজমেদুর রহমান বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী তাকে পাঠানোর ব্যাপারে অনুমতি দিয়েছেন। তারপরও সিজার কোরিয়ায় যাবেই তা নিশ্চিত করে বলা যায় না। কারণ ৯টি ইভেন্ট বাদ দেওয়ার পর অলিম্পিক অ্যাসোসিয়েশন গেমস কর্তৃপক্ষকে চিঠি দেয় এ সবের রেজিস্ট্রেশন প্রত্যাহারের। সে ক্ষেত্রে সাইকের নামও জিমনাস্টিক্স থেকে বাদ পড়ে যায়। এখন আবার অনুরোধ করা হচ্ছে তার নাম অন্তর্র্ভুক্তির। তিনি বলেন, মামুন ভাই বলেছেন সমস্যা নেই সাইক খেলতে পারবে। মামুন মানে শেখ বসির আহমেদ যিনি এই ফেডারেশনের সভাপতি। এশিয়ান গেমসে তিনিই সেভ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন। আহমেদুর রহমান স্বীকারও করেছেন কমনওয়েলথ গেমসে সিজারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ভাবতেই পারেনি ও এত খারাপ করবে। এশিয়াতে তার র্যাঙ্কিং হচ্ছে ১৩ নম্বর। তাই আমরা ওকে নিয়ে এশিয়ান গেমসে আশাবাদী। প্রতিযোগী হিসেবে সাইক কোরিয়া যাবেন কিনা এখনো নিশ্চিত নয়। তবে জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক যাবেন তা নিশ্চিত। নিজেই বললেন, আমিতো আগেই বিওএর ডেলিগেট মনোনীত হয়েছি।
এই বিভাগের আরও খবর