আর্সেনালের হয়ে প্রথম গোল করেছেন চিলিয়ান স্ট্রাইকার অ্যালেঙ্সি সানচেজ। আর এই গোলেই তুরস্কের দল বেসিকটাসকে পরাজিত করে টানা ১৭ বারের মতো চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে গানার্সরা। প্লে-অফ ম্যাচের প্রথম লেগে গোল শূন্য ড্র হওয়ায় এ ম্যাচে জয় দরকার ছিল আর্সেনালের। সানচেজের গোলেই লক্ষ্যে পৌঁছে গেল ইংলিশ ক্লাবটি।
খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন সানচেজ। বার্সা থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে তাকে কিনে যে গানার্সরা ভুল করেনি তা বুঝিয়ে দেন তিনি। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। তবে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ডিফেন্ডার ম্যাথিউ ডেবাচি দুই হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে বাকি সময় ১০ জনকে নিয়েই খেলতে হয়েছে আর্সেনালকে। তার পরেও লিড ধরে রেখেছে।