চমকে যাওয়ার মতোই কথা- যুবরাজ সিং ও উসাইন বোল্টের মধ্যে লড়াই! একজন মৃত্যুঞ্জয়ী ক্রিকেটার, আরেকজন বিশ্বজয়ী স্প্রিন্টার। কিন্তু আগামী মাসের প্রথম দিকে দুই তারকাই মুখোমুখি হবেন এক প্রীতি ম্যাচে। আর এই ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান পুমা। বোল্ড ও যুবরাজ উভয়েই পুমার শুভেচ্ছা দূত। প্রমোশনের অংশ হিসেবেই আগামী দুই সেপ্টেম্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচকে কেন্দ্র করেই প্রথমবারের মতো ভারত সফরে আসছেন জ্যামাইকান বিদ্যুৎ উসাইন বোল্ট।
পুমার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'ভারত সফরে আসছেন বোল্ট। দুই স্পোর্টিং লিজেন্ড একটি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবেন। আগামী ২ সেপ্টেম্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি এঙ্ক্লুসিভ ক্রিকেট ম্যাচে যুবরাজ সিংকে প্রথম বারের মতো চ্যালেঞ্জ জানাতে দেখা যাবে পৃথিবীর দ্রুততম মানবকে।' লড়াইটির নাম দেওয়া হয়েছে 'বোল্ট এবং যুবি-ব্যাটেল অব লিজেন্ড'।