দীর্ঘদিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করল স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবর। গত মঙ্গলবার রাতে স্কটিশ ক্লাবকে দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়েছে তারা। দলের পক্ষে একমাত্র গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মারকোস তাবারিজ। ম্যারিবর সর্বশেষ ১৯৯৯-২০০০ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল। একমাত্র স্লোভেনিয়ান ক্লাব হিসেবে ম্যারিবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। সাবেক যুগোস্লাভিয়ান অঞ্চলের চতুর্থ ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে তারা। প্রথমবার গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি ম্যারিবর।
১৯৯৯ সালে এ গ্রুপে খেলেছিল ম্যারিবর। সেবার ইউক্রেনিয়ান ক্লাব ডাইনামো কিয়েভকে হারিয়েছিল ম্যারিবর। গোল শূন্য ড্র করেছিল জার্মান ক্লাব বায়ার লেভারকুজানের সঙ্গে। ম্যারিবর এবার নিজেদেরকে আরও বেশি যোগ্য প্রমাণ করেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করেছে। স্কটিশ চ্যাম্পিয়ন সেলটিককে হারানো কঠিনই ছিল তাদের জন্য।