ফিলিপ লামের উত্তরসূরি হিসেবে উঠে আসছে তার নাম। কিন্তু জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে মোটেই আগ্রহী নন টমাস মুলার। তিনি নিজেই নেতৃত্বের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্পষ্ট কথা, ‘আমার আর্মব্যান্ড দরকার নেই।’ মুলারের মতে, এই পদের যোগ্য দাবিদার বাস্তিন সোয়াইনস্টেগার বা ম্যানুয়েল ন্যুয়ের।'
তিনি বলেছেন, ‘আর্মব্যান্ড হাতে না থাকলেও নেতা হওয়া যায়। ঘোষিত অধিনায়ক না হয়েও আমি দলকে নেতৃত্ব দিতে পারি। ভালো পারফর্ম করতে, নিজেকে উজাড় করে দিতে, দলকে ইতিবাচক উৎসাহ জোগাতে, আমাকে অধিনায়ক হতেই হবে তার কোনো মানে নেই। আর সত্যি কথা বলতে, জার্মানির অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকেই আমার থেকে এগিয়ে রয়েছে। সোয়াইনস্টেগার অনেক দিন যাবৎ জার্মানির সহ-অধিনায়ক। পাশাপাশি ন্যুয়েরও আছে। গত কয়েক বছর ধরে ও বিশ্বের সেরা গোলকিপার।’