প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সহজেই ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। ফ্রান্সের পল হেনরি ম্যাথুকে ৬-১,৬-৩,৬-০ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেন সার্বিয়ান জোকোভিচ। পরের ম্যাচে স্যাম কুরের মুখোমুখি হবেন তিনি। ম্যাচ শেষে জোকোভিচ বলেন,‘ প্রচণ্ড হাওয়ার মধ্যে খেলাটা একটু কষ্টকর ছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জিততে পারলাম। গতির চেয়ে সঠিকভাবে সার্ভ করার দিকে বেশি নজর দিয়েছিলাম।’
অপরদিকে মেয়েদের বিভাগে বিশ্বের নাম্বার ওয়ান তারকা ও গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসও স্বমেজাজে খেলেই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়েছেন। সেরেনা ৬-১,৬-০ সেটে স্বদেশি ভ্যানিয়া কিংকে হারান। মোটকথা সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি বিশ্বের ৮১ নম্বর কিং।