বাংলাদেশ-নেপালের মধ্যকার অনূর্ধ্ব ২৩ প্রীতি ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল।
দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটের মাথায় নেপালের সুশীল কেসির করা একমাত্র গোলেই জয় পায় তারা। এই জয়ের মধ্য দিয়ে সিরিজ ড্র করল নেপাল।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ্বে বাংলাদেশ একাধিক সুযোগ পেলেও গোল পায়নি একটিও। খেলার শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখলেও কোন গোলের দেখা পায়নি বাংলাদেশের যু্বারা। অথবা বলা চলে নেপালের গোল রক্ষকের দক্ষতায় তারা গোলের মুখ দেখতে পায়নি। নেপালের যুবারাও তিনটি সুযোগ হাতছাড়া করেছে।
খেলায় হলুদ কার্ড পেয়েছে নেপালের ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় অসীম জঙ কাকরি।
এর আগে এক ঘন্টা বিলম্বে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করছেন মো. জমিস উদ্দিন এবং তার সহযোগী হিসেবে সহকারী রেফারির দায়িত্ব রয়েছেন মো. মনির উদ্দিন ঢালি এবং মো. নুরুজ্জামান।
২৬ আগস্ট ঢাকা আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠিত এসএস স্টিল প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ এর কাছে ১-০ গোলে পরাজিত হয় নেপাল অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।