এবার কি সত্যিই ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে নামছেন যুবরাজ সিং! শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে এই ভারতীয় ক্রিকেটারের সাক্ষাৎকার সেই সম্ভাবনাকেই উস্কে দিল। নির্বাচন কমিশন হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আর ওইদিনই যুবরাজ অমিত শাহের সঙ্গে দেখা করে জানিয়ে দিলেন হরিয়ানাতে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার চালাবেন তিনি।
বর্তমানে ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা মাত্র চারজন। কিন্তু লোকসভা নির্বাচনে দলের অসাধারণ সাফল্যের পর এই বিধানসভা নির্বাচনে দলের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। ইতোমধ্যে গত সপ্তাহে নিজেদের ৪৩ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে তারা। বিজেপির এক প্রার্থী ঘোষণা করেছেন, হরিয়ানায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তাদের দল। এএফপি।