ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদায়ী টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহীম। সফরে এখনো আনন্দের উপলক্ষ খুঁজে পায়নি বাংলাদেশ দল। বিদায়ী ও শেষ টেস্টে ভালো করার প্রত্যাশায় নিয়েই মাঠে নামছেন মুশফিকরা।
মুশফিকদের বাঁচা-মরার ম্যাচটি আবার ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট। টেস্টে অভিজ্ঞ দলের বিপক্ষে বাংলাদেশের ৮৫তম টেস্ট এটি। ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলে ১৯২৮ সালে। আর বাংলাদেশের শুরু ২০০০ সালে। প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছে মুশফিকরা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল,শামসুর রহমান, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (অধিনায়ক), মুমিনুল হক, মাহমুদ উল্লাহ রিয়াদ, নাসির হোসেন, ইলিয়াস সানী, রবিউল ইসলাম, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, শুভাগত হোম।
ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক, উইকেটরক্ষক), সুলিমান বেন, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, লিওন জনসন, কেমার রোচ, শেন শিলিংফোর্ড, জেরোম টেইলর।