১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুটি সহ সভাপতি পদে নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে তত জমে উঠেছে নির্বাচনী হাওয়া। পদ দুটি। প্রার্থী তিনজন। তিনজনই আবার বিসিবি পরিচালক। নির্বাচিত হতে তিন প্রার্থীই এখন ব্যস্ত সময় পার করছেন। যোগাযোগ করছেন পরিচালকদের সঙ্গে। তবে প্রার্থী তিনজনের মধ্যে লড়াইয়ে এগিয়ে রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাউন্সিলর ও বিসিবি পরিচালক নাজিব আহমেদ। বাকি দুই প্রার্থী আ জ ম নাছির ও মাহাবুবুল আনাম। মঙ্গলবার নির্বাচন, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বিসিবির পরিচালক হলেও শুরুতে সহ সভাপতি পদে নির্বাচনে আগ্রহীদের তালিকায় ছিলেন না নাজিব। কিন্তু পরিস্থিতি এবং বন্ধুদের অনুরোধেই নির্বাচন করছেন। কাল তাই বললেন, 'নির্বাচন করার কোনো পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। ছিল না প্রস্তুতিও। পরিস্থিতি এবং বন্ধুদের অনুরোধেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। সবচেয়ে বড় বিষয়, নির্বাচন নিয়ে আমি তেমন কোনো উত্তেজনা বোধ করছি না।' বন্ধুদের অনুরোধে নির্বাচনে অংশ নিচ্ছেন ঠিকই, তাই বলে অন্যদের ফাঁকা মাঠে গোল দিতে নারাজ, 'নির্বাচনে যখন নেমেছি, তখন আত্দবিশ্বাসী জয়ের বিষয়ে। আমার বন্ধুরা নিশ্চয় চিন্তা করেই আমাকে দাঁড় করিয়েছেন। আমি যাদের সঙ্গেই কথা বলছি, তারা আমাকে আশ্বস্থ করছেন।'
গত ২০ অক্টোবর বিসিবির নির্বাচনে নির্বাচিত হন ২৬ পরিচালক। তবে গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৭। বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ায় শূন্য হয়ে আছে নাজমুল হাসান পাপনের পদটি । ফলে মঙ্গলবার ভোট দিবেন ২৬ পরিচালক। তাই ২৬ পরিচালকের সরাসরি ভোটেই নির্বাচিত হবেন দুই সহ সভাপতি। অবশ্য বিসিবির গঠনতন্ত্রে স্পষ্টভাবেই উল্লেখ আছে, সবার সর্বসম্মতিতে যদি দুজনকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে নির্বাচনের প্রয়োজন নেই। কিন্তু একাধিক প্রার্থী থাকলে নির্বাচন হবে। এখন যেহেতু প্রার্থী তিন, তাই নির্বাচনে অংশ নিতে হচ্ছে সবাইকে। নির্বাচন প্রসঙ্গে নাজিব বলেন,' সমঝোতা হয়নি বলেই নির্বাচন করছি। আমি বিশ্বাস করি, নির্বাচনের পর আমরা সবাই আবার এক। দেশের ক্রিকেটের উন্নয়নে সবাই এক হয়ে কাজ করব। নির্বাচন নিয়ে আমাদের মধ্যে থাকবে না কোনো রেষারেষি। আমি নির্বাচিত হই, আর না হই, সবার সঙ্গে মিলে মিশে কাজ করতে চাই।' নির্বাচনে বোর্ড সভাপতির হস্তক্ষেপ থাকবে না বলেই বিশ্বাস নজিবের, 'বিসিবি সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, আমরা সবাই এক। আমি নিরপেক্ষ থাকব।' প্রতিপক্ষ দুই প্রার্থীর সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করতে নারাজ নাজিব বলেন, 'আমি আগেই বলেছি, নির্বাচনের পর আমরা সবাই এক। কোনো দ্বন্দ্ব বা রেষারেষি থাকবে না।'
গত অক্টোবরে বিসিবির নির্বাচন আলোড়ন তুলেছিল দেশব্যাপী। বিসিবির সহ সভাপতি নির্বাচন আবারও উঠে এসেছে আলোচনায়। তবে নির্বাচন নিয়ে বিভাজিত হয়ে পড়েছেন বোর্ড পরিচালকরা।