অস্কার পিস্টোরিয়াস। অলিম্পিকের ইতিহাসে প্রথম ব্লেড রানার। দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেটের উপর বান্ধবীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয়েছে। শাস্তিও পাবেন তিনি। তবে ২০১৬ সালের রিও অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্লেড রানার। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মুখপত্র ক্রেইগ স্পেনস বলেছেন, 'আমরা তার পথে বাধা সৃষ্টি করতে চাই না।' এর অর্থ, রিও অলিম্পিকে বোল্টদের সঙ্গে লড়াইয়ে নামবেন পিস্টোরিয়াসও। তাছাড়া প্যারা অলিম্পিকে তো খেলবেনই। ১৩ অক্টোবর পিস্টোরিয়াসের শাস্তি ঘোষণা করা হবে। সেদিন যদি তার দীর্ঘ মেয়াদী জেল না হয়, তবেই তিনি খেলতে পারবেন রিও অলিম্পিকে। অস্কার পিস্টোরিয়াস প্যারা অলিম্পিকের তিনটা আসরে অংশ নিয়ে ছয়টা স্বর্ন জিতেছেন। অ্যাথেন্স প্যারা অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন।