লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। গতকাল নূ্য ক্যাম্পে নেইমারের ডাবলে ২-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে কাতালানরা। ব্রাজিলিয়ান তারকা নেইমার দুটি গোলই করেছেন লিওনেল মেসির এসিস্টে। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই থাকল বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল জয় পেয়েছে হোসে মরিনহোর চেলসি। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তার হ্যাটট্রিকে স্ট্যামফোর্ড ব্রীজে মরিনহোর শিষ্যরা ৪-২ গোলে হারিয়েছে সোয়ানসে সিটিকে। দলের পক্ষে অপর গোলটি করেছেন ফরাসি স্ট্রাইকার রেমি। এই নিয়ে চার ম্যাচে চেলসির জার্সিতে ৭ গোল করলেন দিয়েগো কস্তা। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে অবস্থান করছে মরিনহোর চেলসি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল পয়েন্ট হারিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল এবং ম্যানসিটি। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্সেনাল-ম্যানসিটি ২-২ গোলে ড্র করেছে। আর্সেনালের পক্ষে গোল করেছেন উইলশায়ার ও আলেঙ্সি সানচেজ। ম্যানসিটির পক্ষে গোল করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো এবং ডেমিচেলিস। ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার চার নম্বরে নেমে গেছে ম্যানসিটি। চার ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে পেল্লেগ্রিনির শিষ্যরা। আর্সেনাল সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে আট নম্বরে অবস্থান করছে। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে সাউদ্যাম্পটন, এভারটন এবং লিচেস্টার সিটিও। নিউক্যাসলকে ৪-০ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটন। ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে এভারটন। সান্ডারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম। গোল শূন্য ড্র করেছে ক্রিস্টাল প্যালেস-বার্নলি।