মৌসুম শুরু হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড একটা ম্যাচও জিততে পারেনি। চার ম্যাচ খেলে দুইবারই পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। বাকি দুটি ড্র। এর মধ্যে তৃতীয় বিভাগের দল মিলটনের কাছে ৪-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। এমনকি রিয়াল মাদ্রিদ থেকে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে আনার পরও ভাগ্য পরিবর্তন হয়নি ইংলিশ লিগে সর্বোচ্চ শিরোপাধারীদের। ডি মারিয়ার পর দলে যোগ হয়েছেন কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও এবং আর্জেন্টাইন তারকা মারকোস রোজো। দুই তারকা আজই অভিষিক্ত হচ্ছেন ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের চতুর্থ ম্যাচ খেলতে নামছে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। ওল্ড ট্র্যাফোর্ডে আগের ম্যাচে সোয়ানসে সিটির কাছে ২-১ গোলে হেরেছিল ম্যানইউ। আলেঙ্ ফার্গুসন বিদায় নেওয়ার পর থেকেই গৌরব হারিয়েছে ম্যানইউ। গত মৌসুমে লিগের পারফরম্যান্স দিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগও নিশ্চিত করতে পারেনি। চলতি মৌসুমে লুই ফন গালের কাঁধে দায়িত্ব দিয়েছে ম্যানইউ। তারপরও ভাগ্য বদলাতে পারছে না।
ট্র্যান্সফার উইন্ডোর শেষ দিনে ফ্যালকাওকে দলে এনে আরও একবার বাজি ধরল রেড ডেভিলরা। আজ রেসের মাঠে ম্যানইউর ফলাফল পাওয়ার দিন। ডাচ কোচ ফন গাল বলছেন, 'নিজের স্থান ধরে রাখার জন্য সবাই সেরা তারকাদের দলে নিতে চায়। আমি মনে করি, আমরা ট্র্যান্সফার উইন্ডোতে দারুণসব তারকাদের নিয়ে এসেছি। এবার আমাদেরকে ফলাফল উপহার দিতে হবে। আমরা কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষেই ফল পেতে চাই।' ম্যানইউ এবার ২৪৪ মিলিয়ন ডলার খরচ করেছে নতুন তারকাদের দলে আনতে। দামি দল গঠনের ফল পাওয়ার জন্যই আজ মাঠে নামবে ম্যানইউ। ফ্যালকাও যেখানেই গেছেন, সফল হয়েছেন। পর্তুগিজ ক্লাব পোর্তোতে থাকার সময়ই নাম কামিয়েছিলেন তিনি। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদেও সফল হয়েছেন। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোর হারানো গৌরব ফিরিয়ে এনেছেন। ম্যানইউতেও কি তিনি সফল হবেন! নাকি ম্যানইউর ডুবন্ত নৌকায় উঠতে গিয়ে নিজেও ডুবে যাবেন!