সাঈদ আজমলকে পরামর্শ দেওয়ার জন্য সাকলাইন মুস্তাককে প্রতি মাসে ১ মিলিয়ন রুপি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য দেশের এক নম্বর স্পিনার আজমল আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিক করার পর সাকলাইনের দ্বারস্থ হয় পিসিবি।
সাকলাইনের তত্ত্বাবধানে বোলিং অ্যাকশন শুধরাবেন আজমল। আগামী বছর বিশ্বকাপের আগে যে ভাবেই হোক দেশের এক নম্বর স্পিনারকে দলে পেতে চাইছে পাকিস্তান। বোলিং অ্যাকশন শুধরে ফের আইসিসি-র বিশেষজ্ঞদের সামনে পরীক্ষায় বসার সুযোগ পাবে আজমল।
এর আগে গত ২৫ অগস্ট, ব্রিসবেনে আইসিসি-র বিশেষজ্ঞ দলের সামনে বায়োমেকানিক টেস্ট হয় পাক অফ-স্পিনারের। আজমলের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাওয়ায় তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে আইসিসি। প্রথমে আইসিসি'র সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবলেও পরে তা থেকে সরে আগে পিসিবি। এর পরিবর্তে সাকলিনের দ্বারস্থ হয়। আজমলকে শুধরাতে পারিশ্রমিক হিসেবে দেশের সাবেক অফ-স্পিনারকে মাসে ১ মিলিয়ন রুপি এবং অনান্য সুবিধা দেবে পিসিবি।