গোটা ফুটবল বিশ্বের চোখ ছিল শনিবারের রাতের লা-লিগার রিয়াল মাদ্রিদ-অাতলেতিকো মাদ্রিদের ম্যাচের দিকেই। অনেকেই মাদ্রিদের জয় দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভক্তদের হতাশ করে এদিন অাতলেতিকো মাদ্রিদ কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
এদিন ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পায় অ্যাটলেটিকো। কোকের কর্নার থেকে হেডে গোল করে সিমিওনের দলকে এগিয়ে দেন তিয়াগো। এই গোল খাওয়ার পরে অবশ্য জেগে ওঠে রিয়াল। গ্যারেথ বেল, রোনালদো, বেনজিমারা পরপর আক্রমণ শানানোর চেষ্টা করেন। যদিও গোলের মুখ খুলতে পারছিলেন না তারা। এরপর ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি বক্সে সিকিউরিয়া ফাউল করেন রোনালদোকে। রেফারি পেনাল্টি দিলে গোল করেন রোনালদো। এরপর গোল পেতে পারতেন করিম বেনজিমাও। কিন্তু তার নেওয়া হেড বাঁচিয়ে দেন অাতলেতিকো গোলরক্ষক।
বিরতির সময় ম্যাচের ফল ১-১ ছিল। বিরতির পরেও সেভাবে মেলে ধরতে পারেনি রিয়াল। বরং গোলের চেষ্টা চালিয়ে যেতে থাকে অাতলেতিকো। ৭৬ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন এ তুরান। এরফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অাতলেতিকো মাদ্রিদ।