এশিয়ান গেমসে বাংলাদেশের বড় প্রাপ্তি ক্রিকেট থেকেই এসেছে।
২০১০ সালে চীনে ১৬তম গেমসে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ সেবার পুরুষ টি-২০ ক্রিকেটে স্বর্ণ জিতে। মহিলারা জিতে রৌপ্য। অর্থাৎ ১৯৭৮ সাল থেকে গেমসে অংশ নেওয়া বাংলাদেশের বড় প্রাপ্তি ক্রিকেটের স্বর্ণ। বাকি আসরে শুধু ব্যর্থতায় ভরা। নিয়ম অনুযায়ী গেমসে ভালো বা মন্দের একটি রিপোর্ট তৈরি হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রতিবারই বলেন, গেমসে ব্যর্থতার তদন্ত হবে। এই বলা পর্যন্তই, এশিয়ান, অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে ব্যর্থতার তদন্ত আজ পর্যন্ত হয়নি। ১৯৯৮ সালে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জাফর ইমাম বলেছিলেন, দেখেন, তদন্ত যে করব কিসের ভিত্তিতে। খেলোয়াড়রা ব্যর্থতার পরিচয় দিচ্ছে ঠিকই। কিন্তু ভালো ফলাফলের জন্য আমরা তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছি কিনা সেটাওতো দেখতে হবে।
সুতরাং তদন্ত করলে তো প্রথমে বের হয়ে আসবে উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার অভাবে খেলোয়াড়রা ভালো পারফর্ম শো করতে পারেনি। কিন্তু এটা করে লাভ কি, আমরা কি এশিয়ান গেমসে স্বর্ণ জেতার মতো কোনো অ্যাথলেট বা সুইমার তৈরি করতে পারব।
জাফর ইমামের এ কথায় হয়তো যুক্তি ছিল। কিন্তু এটাওতো দেখতে হবে, যে খেলাতে সম্ভাবনা বেশি সেগুলো গুরুত্ব দেওয়া হয় না কেন? এবারও স্বর্ণ জেতার সম্ভাবনা আছে পুরুষ ক্রিকেট থেকেই। অথচ ইভেন্টের সংখ্যা কম নয়। কর্মকর্তারা জানেন শুটিংয়ে কিছু করতে পারলেও ব্যক্তিগত ইভেন্টে কারো সম্ভাবনা নেই। তারপরও জেনেশুনে অপরিচিত কিছু খেলা গেমসে পাঠানো হয়েছে। এরা অংশ নিক এখানে ক্রীড়ামোদীদের আপত্তি নেই। কিন্তু কথা উঠেছে অ্যাথলেটিক্স ও সাঁতার ইভেন্টকে কোন যুক্তিতে বাদ দেওয়া হলো। বিওএর মহাসচিব বলেছেন, সম্ভবনা নেই বলে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন ব্যক্তিগত ইভেন্টে কেউ পদক জিতবেনই। এশিয়ান গেমসে যাদের পাঠানো হলো তারা শূন্য হাতে ফিরে আসলে তাদের জন্য বিওএর কোনো জবাবদিহিতা দিতে পারবে কি? পদক জিতবে না তারপরও জেনেশুনে কেন পাঠানো হলো এর জন্যই উচ্চ মহলের তদন্ত করা উচিত। না হলে বিওএ তাদের ইচ্ছামতো ইভেন্ট বাড়ানোর প্রবণতা বন্ধ করতে পারবে না।
শিরোনাম
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
এশিয়ান গেমসে ব্যর্থতা
তদন্ত হয়নি কখনো
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর