ইনজুরি থেকে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলে আছেন গেরেথ বেলে, জেমস রদ্রিগেজ, করিম বেনজেমা এবং টনি ক্রুজ। রিয়াল মাদ্রিদের ভক্তরা আশায় ছিল, স্প্যানিশ সুপার কাপে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে খেলার সুযোগ এসেছে কার্লো আনসেলত্তির ভক্তদের সামনে। কিন্তু ভক্তদের আশায় গুঁড়েবালি নিক্ষেপ করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। শনিবার লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
কার্লো আনসেলত্তির হাতে বিশ্বসেরা অস্ত্র ভাণ্ডার। তারপরও কি একটা সমস্যা যেন রয়েই যাচ্ছে। অ্যাঞ্জেল ডি মারিয়া এবং জাভি আলোনসো দলছুট হওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ছন্দ আর ফিরিয়ে আনতে পারছেন না আনসেলত্তি। এই ফাঁকে ইতিহাসে প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই মাদ্রিদ ডার্বি জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। ম্যাচের ১০ মিনিটে থিয়াগোর গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। তবে ম্যাচ শেষ হওয়ার পনের মিনিট আগেই তুর্কি মিডফিল্ডার আরডা তুরান অ্যাটলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত করেন। এই পরাজয়ের পর কার্লো আনসেলত্তি বলছেন, ‘আমরা প্রথমার্ধে দারুণ খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম।’ আনসেলত্তি পরাজয়ের কারণ হিসেবে নিজেদের আক্রমণাত্মক ফুটবলকেই দায়ী করেছেন। রিয়াল মাদ্রিদকে হারিয়ে তৃপ্তির সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে বলছেন, ‘আমার মনে হয় আমরা প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচে হারিয়েছে। এটা আমাদের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ অ্যাটলেটিকো মাদ্রিদ কখনোই তারকানির্ভর দল গঠনের দিকে দৃষ্টি দেয়নি। সব সময়ই দলকে গুছিয়ে নিয়ে মাঠের লড়াইয়ে নেমেছে তারা। রিয়াল মাদ্রিদকে হারানোর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে! অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা জয় করে আরও একটা ঘোষণাও দিয়ে রাখল, লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার জন্য প্রস্তুত হয়েই লড়াইয়ে নেমেছে।
এমনকি বার্সেলোনার দুর্বার গতি থামিয়ে দেওয়ার সামর্থ্যও তাদের আছে! তবে রিয়াল মাদ্রিদকে হারানোর পরও শতভাগ সন্তুষ্ট নন দিয়েগো সিমিওনে। তিনি বলছেন, ‘আমাদের এখনো অনেক সমস্যা রয়েছে। আমরা যে ধারাবাহিকতা চাই, তার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’ রিয়াল মাদ্রিদের মতো দলকে হারানোর পর সিমিওনের মন্তব্য যদি এমন হয়, তবে বার্সেলোনার ভয় পাওয়া প্রয়োজন বৈকি!
শিরোনাম
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
- গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে
- অধিনায়ক লিটনের লক্ষ্য সিরিজ জয়
- যুদ্ধ কোনও বলিউড মুভি নয়, কেন বললেন ভারতের সাবেক সেনাপ্রধান
- নাসিকের যানজট নিরসন কর্মীদের উপর অটোচালকদের হামলা, আহত ১০
- পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকিবুল-আকবরের ঝড়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
- বাকেরগঞ্জ ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
- বিদেশে চিকিৎসা খরচে সুবিধা বাড়ল, নেওয়া যাবে ১৫ হাজার ডলার
মাদ্রিদ ডার্বি জিতল অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর