ইনজুরি থেকে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলে আছেন গেরেথ বেলে, জেমস রদ্রিগেজ, করিম বেনজেমা এবং টনি ক্রুজ। রিয়াল মাদ্রিদের ভক্তরা আশায় ছিল, স্প্যানিশ সুপার কাপে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে খেলার সুযোগ এসেছে কার্লো আনসেলত্তির ভক্তদের সামনে। কিন্তু ভক্তদের আশায় গুঁড়েবালি নিক্ষেপ করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। শনিবার লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
কার্লো আনসেলত্তির হাতে বিশ্বসেরা অস্ত্র ভাণ্ডার। তারপরও কি একটা সমস্যা যেন রয়েই যাচ্ছে। অ্যাঞ্জেল ডি মারিয়া এবং জাভি আলোনসো দলছুট হওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ছন্দ আর ফিরিয়ে আনতে পারছেন না আনসেলত্তি। এই ফাঁকে ইতিহাসে প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই মাদ্রিদ ডার্বি জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। ম্যাচের ১০ মিনিটে থিয়াগোর গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। তবে ম্যাচ শেষ হওয়ার পনের মিনিট আগেই তুর্কি মিডফিল্ডার আরডা তুরান অ্যাটলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত করেন। এই পরাজয়ের পর কার্লো আনসেলত্তি বলছেন, ‘আমরা প্রথমার্ধে দারুণ খেলেছি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম।’ আনসেলত্তি পরাজয়ের কারণ হিসেবে নিজেদের আক্রমণাত্মক ফুটবলকেই দায়ী করেছেন। রিয়াল মাদ্রিদকে হারিয়ে তৃপ্তির সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে বলছেন, ‘আমার মনে হয় আমরা প্রথমবারের মতো সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচে হারিয়েছে। এটা আমাদের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ অ্যাটলেটিকো মাদ্রিদ কখনোই তারকানির্ভর দল গঠনের দিকে দৃষ্টি দেয়নি। সব সময়ই দলকে গুছিয়ে নিয়ে মাঠের লড়াইয়ে নেমেছে তারা। রিয়াল মাদ্রিদকে হারানোর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে! অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা জয় করে আরও একটা ঘোষণাও দিয়ে রাখল, লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার জন্য প্রস্তুত হয়েই লড়াইয়ে নেমেছে।
এমনকি বার্সেলোনার দুর্বার গতি থামিয়ে দেওয়ার সামর্থ্যও তাদের আছে! তবে রিয়াল মাদ্রিদকে হারানোর পরও শতভাগ সন্তুষ্ট নন দিয়েগো সিমিওনে। তিনি বলছেন, ‘আমাদের এখনো অনেক সমস্যা রয়েছে। আমরা যে ধারাবাহিকতা চাই, তার জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।’ রিয়াল মাদ্রিদের মতো দলকে হারানোর পর সিমিওনের মন্তব্য যদি এমন হয়, তবে বার্সেলোনার ভয় পাওয়া প্রয়োজন বৈকি!
শিরোনাম
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
- হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
মাদ্রিদ ডার্বি জিতল অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর