ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে শনিবার চাপড়া বিলে নেমেছিল হাজারো মানুষের ঢল। রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি-মাল্লাদের হৈহুল্লোড় সব মিলিয়ে চাপড়া বিলটিতে বসেছিল উৎসবের আমেজ। আবহ বাংলার ঐতিহ্য নৌকাবাইচ দেখতে শনিবার বিকালে উপজেলার প্রবেশপথ বাসাইল বাসস্ট্যান্ড দিয়ে চাপড়া বিলে জড়ো হতে থাকেন নানা পেশার লোকজন। বেলা ২টার দিকেই এ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। নৌকাবাইচ দেখতে বাহারি রকমের ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ভিড় করেন উৎসুক জনতা।
বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাইট সিকিউরিটিস লিমিটেড, আলাউদ্দিন টেঙ্টাইল মিলস্, প্রাইভেট লিমিটেড ও হাইকন ইলেকট্রনিক্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতার'। প্রতিযোগিতায় ছোট-বড় প্রায় ৫০টি নৌকা বাসুলিয়ার চাপড়া বিলের বুকে গতিযুদ্ধে অবতীর্ণ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে পৃথক পৃথকভাবে এ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নৌকাবাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুর রহিম আহ্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিন, বাসাইল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, পৌর মেয়র মজিবর রহমান, ব্রাইট সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ হোসেন খান পাপ্পু, আলাউদ্দিন টেঙ্টাইল মিলস্, এ টি এম প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার সাহা ও হাইকন ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আলফেলুয়ার আলী খানশুর, চিত্র প্রযোজক ও পরিচালক মো. শরিফ উদ্দিন খান দীপু, বাসাইল উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমাজ সেবকসহ গণ্যমান্য ব্যক্তিরা।