রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার জন্য প্রস্তুত বলে খবর বেরিয়েছে ইংলিশ মিডিয়ায়। তবে তিনি নিজের জন্য উচ্চমূল্য দাবি করেছেন। ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইল লিখেছে, চেলসি অথবা ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার জন্য রোনালদো সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন চান। ইংলিশ লিগে সর্বোচ্চ বেতন পান ওয়েইন রুনি এবং রাদামেল ফ্যালকাও। দুজনেই তিন লাখ পাউন্ডের উপর বেতন পান। কোনো কোনো পত্রিকায় ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। রোনালদো রিয়াল মাদ্রিদে এসেছিলেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে। এই মিশন তার শেষ হয়েছে। এবার তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চান বলে জানিয়েছে সানডে এক্সপ্রেস। রিয়াল মাদ্রিদে বিশ্বসেরা তারকাদের মেলা। রোনালদো চলে গেলে রিয়ালের আলো অনেকটাই কমে যাবে। আগামী জানুয়ারিতেই রোনালদো যোগ দিতে পারেন ইংলিশ লিগে।