সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এখনো পিছিয়ে ২৭৬ রানে। হাতে আছে তিন উইকেট। এর আগে ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হওয়ার আগে করে ৩৮০ রান।
আগের দিনের ৩ উইকেটে ১৪৬ রানের সঙ্গে আরো ২৩৪ রান তুলতে সব কটি উইকেট হারায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শিবনারায়ণ চন্দরপল। ৮৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ওপেনিংয়ে নামা ব্রেথওয়েট ৬৩, আরেক ওপেনার জনসন ৬৬, ব্রাভো ৪৬, টেইলর ৪০ রান করেন।
৩৮০ রানে ক্যারিবীয়দের থামিয়ে দিতে ৩টি উইকেট পান আল আমিন হোসেন। এছাড়া দুটি করে নেন শফিউল, রবিউল ও তাইজুল।
ব্যাটিংয়ে নেমে পুরোনো সেই গল্প। আবারো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ১০৪ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। কেমার রোচের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুধু তামিম ইকবাল ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাহামুদুল্লাহ অপরাজিত ১৩ রান এবং তাইজুল ১২ রান।
বাংলাদেশের উইকেটের পতন হয়েছে দলীয় ১৪, ৪৩, ৬২, ৬৫, ৬৮, ৬৯, ৮৯ রানে। কেমার রোচ নেন ৫টি উইকেট।