নাম কাইউরস্টি মেনসা আলী। বয়স ৩৩ বছর। মুষ্টিযুদ্ধের কিংবদন্তি মোহাম্মদ আলীর চেহারার সাথে বেশ মিল রয়েছে তার। এ নিয়েই ঘনিভূত হচ্ছে রহস্য। তিনিই এখন মোহাম্মদ আলীর গোপন মেয়ে হিসেবে পরিচিত।
মেনসার দাবি- সোনালি সময়ে কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে তার মায়ের ২০ বছরের সম্পর্ক ছিল। এ সময়ই নাকি তার জন্ম। ১৯৮৮ সালে ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তিনি মোহাম্মদ আলীর মেয়ে। এরপর সে অনুযায়ী তার জন্ম সনদপত্রও তৈরি করা হয়েছে।
সম্প্রতি কাইউরস্টি মেনসা আলী আকুতি জানিয়েছেন, বাবা মোহাম্মদ আলীর মৃত্যুর আগে একবারের জন্য হলেও তাকে দেখতে চান।
এক বিবৃতিতে কাইউরস্টি মেনসা বলেন, ‘আমি তাকে তার মৃত্যুর আগে বিদায় জানাতে চাই। আমার তার টাকার দরকার নেই। আমি তা নিয়ে পরোয়া করি না। আমার নিজেরই যথেষ্ট টাকা আছে ।’
এদিকে, ১৯৮৬ সালে আলী যখন তার চতুর্থ স্ত্রী লনিকে বিয়ে করেন, তখন কাইউরস্টির জীবন থেকে তিনি হারিয়ে যান। এ বিষয়ে কাইউরস্টি মেনসা বলেন, 'আমি যখন ছোট ছিলাম তখন বাবা (আলী) আমাদের বাসায় অনেক বার গিয়েছিলেন। মোহাম্মদ আলীই আমার বাবা। কিন্তু লনিকে বিয়ে করার পর সবকিছুই ভুলে গেছেন।'
কাইউরস্টি তার দাবির সপক্ষে তার ছোট বেলার একটি ছবিও প্রদর্শন করেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, '১৯৬৭ সালে আমার মা (বারবারা) যখন ১৭ বছরের স্কুলছাত্রী ছিলেন তখন আলীর সঙ্গে তার পরিচয়। আর সে সময় থেকেই তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। আমার মা এখনো বেঁচে আছেন। আমি তার মুখ থেকে প্রায়ই এ কথা শুনে থাকি।'