এশিয়ান গেমস ফুটবলে আজ আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। ২৮ বছর পর এশিয়ার সেরা ইভেন্টটিতে জয়ের মুখ দেখলো লাল-সবুজ পতাকাধারীরা। তাও আবার দক্ষিণ এশিয়া ফুটবলের সেরা দল আফগানদের হারিয়ে। যারা সাফ গেমসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
সর্বশেষ ১৯৮৬ সালে এই দক্ষিণ কোরিয়াতেই সিউল অলিম্পিক গেমসে তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের হাত ধরে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এর ২৮ বছর বাদে পীত সাগর পাড়ের সেই দেশটিতেই জয় বন্ধ্যাত্ব ঘোচালো লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। এবার বাংলাদেশের জয়ের ত্রাতা দলীয় অধিনায়ক মামুনুল ইসলাম। ইনচিয়ন এশিয়াডে খেলার ৮৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি এসেছে তার পা থেকে।
এদিন মূলত কৌশলগত চালে আফগানিস্তানকে মার খাইয়েছে বাংলাদেশ দল। এ কারণে অধিকাংশ সময় বলের পজেশন নিজেদের পায়ে রেখেও জয় পায়নি সাফ চ্যাম্পিয়নরা। সোমবারের ম্যাচটিতে মামুনুলদের বল পজেশন ছিল কেবলমাত্র ৩৪ শতাংশ। প্রসঙ্গত, বাংলাদেশ আগামী ১৮ সেপ্টেম্বর শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে। এরপর প্রথম পর্বে নিজেদের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে মামুনুলদের প্রতিপক্ষ হংকং।